আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় দিনটি পালিত হয়েছে।
সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন,রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল,সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।