গাইবান্ধায় বাণিজ্য মেলা বন্ধের দাবি

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের প্রায় ৫শ’ গজ দক্ষিণে পুরাতন ম্যাজিষ্ট্রেট কোয়ার্টারে (বাংলা বাজার মাঠ) ব্যবহার করে বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে। চলমান এইচএসসি পরীক্ষা ও আবাসিক এলাকা (স্কুল এন্ড কলেজ) হওয়ায় সুধীমহল বাণিজ্য মেলার প্রতিবাদ জানিয়েছেন। 

এ বিষয়ে গাইবান্ধাবাসীর পক্ষ থেকে গত ২৮ জুলাই (সোমবার) জেলা প্রশাসক বরাবরে উক্ত স্থানে মেলা বন্ধের আবেদন করা হয়েছে। আবেদনে গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ৫০ লাখ টাকার বিনিময়ে মেলা কর্তৃপক্ষ মো. আল মামুনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। 

চলতি বছরে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠ ব্যবহার করে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা কর্তৃপক্ষ আল মামুনের কর্মচারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলা করলে কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। পুনরায় আল মামুন কর্তৃক গাইবান্ধায় মেলা পরিচালনা করা হলে বিশৃংখলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

এ বিষয়ে ব্রীজ রোডের বাসিন্দা হুনান হক্কানী বলেন, ‘মেলা আনন্দের, তবে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এবং আবাসিক এলাকায় মেলার প্রস্তুতি দুঃখজনক। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ 

মেলা কর্তৃপক্ষ মো. আল মামুনের কাছে মেলা চালুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মেলার প্রস্তুতি চলছে। অনুমতি পেলেই মেলা চালু করা হবে। 

গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি তৌহিদুর রহমান মিলন বলেন, ৫০ লাখ টাকা বিনিময়ে মেলার অনুমতি দেওয়া হয়েছে অভিযোগটি সত্য নয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *