গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ার হোসেন রানা গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণ সিংহা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে লাম (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লাম এসকেএস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ছালাম এসকেএস ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার(২৩জুলাই) দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় লাম। গোসলের সময় সে হঠাৎ পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পরে আর উপরে ওঠে না। পুকুরে থাকা অন্যান্য শিশুরা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু লামকে না পেয়ে দ্রুত অভিভাবকদের খবর দেয়।

পরে স্থানীয়রা প্রায় ১৫ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরের পানির নিচ থেকে লামের নিথর দেহ উদ্ধার করে।‌ স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

লাম-এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি প্রাণ অকালে ঝরে গেল। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *