আনোয়ার হোসেন রানা,গাইবান্ধাঃ চ্যানেল আই এর ২৭ বছর পদার্পন উপলক্ষে গাইবান্ধায় আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে বুধবার কেক কাটা, আলোচনা সভা,দোয়া ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা অক্টোবর) গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গন উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম,অবসরপ্রাপ্ত জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মাসুদার রহমান সরকার।
আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের কার্যানির্বাহী সদস্য মাইটিভির জেলা প্রতিনিধি আফতাব হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন,সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, পলাশবাড়ি প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকার, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সদস্য কুদ্দুস আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক ও নিপোর পরিচালক আহম্মেদ উল্যাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মাওলানা সানাউল্যাহ। পরে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।