আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় ও ইকো সোস্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে মঙ্গলবার (৩০ জুলাই ) গাইবান্ধা জেলা স্টেডিয়াম হলরুমে দিনব্যাপি চাকুরী মেলা ২০২৫ অুনষ্ঠিত হয়েছে।
মেলায় স্থানীয় বেকার দক্ষ যুব নারী-পুরুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্য এ মেলার আয়োজন করা হয়।
মেলায় প্রায় ১৬ টি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে বিভিন্ন পদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয় এবং বেশ কিছু দক্ষ চাকুরী প্রার্থির চাকুরী নিশ্চিত করা হয়।
চাকুরী মেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পাদ ব্যবস্থাপনা) এ.কে.এম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিন, সেভ দ্যা চিলড্রেন এর ইওয়াইই প্রজেক্ট এর ডেপুটি ডিরেক্টর নিশাত আফরোজ মির্জা, ইএসডিও এর টিভেট হেড ও ফোকাল পার্সন শাহরিয়ার মাহমুদ, গাইবান্ধা নগর মাতৃ সদন এর প্রজেক্ট ম্যানেজার আঃ সামাদসহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র অফিসার এস.এম সিফাত সারোয়ার এবং ব্যবস্থাপনায় ছিলেন প্র্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আবু ওয়ালিদ, মনিটরিং অফিসার মোঃ ওসমান গণি, এস.এম. শামীম আহমেদ।