আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে বোনারপাড়া উপজেলা চত্বরে বেলা ৩ টায় পথসভাটি অনুষ্ঠিত হয়।
পথসভায় সার্জিস আলম বলেছেন, “গত ১৬ বছর ধরে সাঘাটা-ফুলছড়ি তথা গাইবান্ধা জেলা উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে। নদীভাঙন ও চরাঞ্চলের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি।” শুক্রবার (৩০ মে) বিকেল ৫টায় ফুলছড়ি উপজেলার কালিরবাজারে উপজেলা জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমরা এমন রাজনীতি চাই, যেখানে নেতা জনগণের কাছে যাবে, জনগণ নেতার পেছনে ছুটবে না। অতীতে যারা ফুলছড়ির উন্নয়নের বাজেট লুট করেছে, তারা চরের মানুষের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাকে পেছনে ঠেলে দিয়েছে। আগামীতে এমন নেতৃত্ব দরকার, যারা চাঁদাবাজি, লুটপাট করবে না বরং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে।”
তিনি আরও বলেন, “আমরা নতুন বাংলাদেশ চাই। সেই লক্ষ্যে সব দলমতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, ডা. মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, নাজমুল হাসান সোহাগ এবং গাইবান্ধার সন্তান কেন্দ্রীয় সংগঠক ফিহাদুর রহমান দিবস।
স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন এনসিপির গাইবান্ধা জেলা শাখার সংগঠক মো. মাহমুদ মোস্তাকিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক মুরাদ হাসান এবং জুলাই অভ্যুত্থানে নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগমসহ আরও অনেকে।
এদিন সকালেই গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে,সাঘাটার বোনারপাড়া এবং ফুলছড়ির কালিরবাজারে পথসভা শেষে নেতারা গাইবান্ধা জেলা সদরের পথসভার উদ্দেশ্যে রওনা দেন।