আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আহসানুল করিম লাছুকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (২৯ মে) কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অ্যাডভোকেট আহসানুল করিম লাছু গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাসটার্মিনাল এলাকা থেকে আহসানুল করিম লাছুকে জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।