আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৪ই জুলাই) গাইবান্ধা জেলা ছাত্রদলের আয়োজনে কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনর্বায় বিএনপি কার্যালয়ে এসে শেষ। মিছিলে জেলা,উপজেলাসহ সকল ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি’র কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ডা.মইনুল হাসান সাদিক, সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহীদুজ্জামান সরকার শাহীনসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন,“একটি গুপ্ত সংগঠন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে। নিজেরা অপরাধ করে বিএনপির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নামে আর কোন মিথ্যা অপপ্রচার মেনে নেয়া হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে সকল অপপ্রচার প্রতিহত করা হবে।”