গণ মাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য

সানজিদা রুমা : আমাদের দেশে সংবাদপত্র এখন একটি শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বচ্ছ রাজনীতির জন্য, টেকসই গণতন্ত্রের জন্য, দেশ ও মানুষের সমৃদ্ধির জন্য প্রয়োজন একটি স্বচ্ছ গণমাধ্যম।

সাংবাদিকতার মানের ধারাটি হয়তো আমরা ধরে রাখতে পারিনি। কোনো দুনীতি বা কোনো ব্যাক্তির বিরুদ্ধে আর্থিক বা অন্য কোনো অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে প্রতিবেদকের উচিত ঘটনার সত্যতা সম্পর্কে সাধ্যমত নিশ্চিত হওয়া এবং প্রতিবেদককে অবশ্যই খবরের ন্যায্যতা প্রতিপন্ন করার মত যথেষ্ট তথ্য প্রমাণ সংগ্রহ রাখা। সংবাদপত্র ও সাংবাদিকের প্রাপ্ত তথ্যবলির সত্যাতা ও নির্ভুল নিশ্চিত করা।

সমাজের নৈতিক মূল্যবোধের অধ:পতন তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব। নীতি নৈতিকতা না মেনে সাংবাদিকতা করলে কিন্তু কোনো তাগিদই সত্যিকার অর্থে মেটানো যায় না। সাংবাদিকতা তখন হয়ে পড়ে যান্ত্রিক, বিকাশরুদ্ব, অর্থহীন, লক্ষ্যচ্যুত, মর্যাদাহীন এবং মানুষের জন্য ক্ষতিকর এক চর্চা। তথ্য সংগ্রহ, রিপোর্ট লেখা ও প্রকাশের ক্ষেত্রে তথ্য জানা ও জানানোর অধিকার সাংবাদিকের রয়েছে।

স্বাধীনতা আছে বলেই দেশের স্বার্থ না দেখে যা খুশি ইচ্ছেমতো বলা ও প্রকাশ করা যাবে তা হয় না। নীতিনিষ্ঠতা সাংবাদিকের পেশাদারির দাবি: মানুষ ও সত্যের প্রতি তার নৈতিক দায়িত্বের দাবি। নীতি নৈতিকতা এ পেশাকে ভালোবাসার দাবি এবং তার ফসল , কেননা কাজটিকে ভালো না বাসলে ভালো সাংবাদিকতা করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *