গণবিপ্লব দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে: ড. ইউনূস

অনলাইন ডেস্ক: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণবিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশের পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকেলে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই-এর সাথে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের ফলে অন্তর্বর্তী সরকারকে দেশের পুনর্গঠনের এক অনন্য সুযোগ প্রদান করা হয়েছে, যা পূর্বে কখনো হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমাদের উচিত এই সুযোগটি সঠিকভাবে কাজে লাগানো। অন্যথায়, এটি একটি বড় ব্যর্থতায় পরিণত হবে।

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ যতদিন চাইবে, ততদিন তারা ক্ষমতায় থাকবে।

দেশবাসীকে ‘বড় পরিবারের’ অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, মাঝে মাঝে আমরা বিভিন্ন বিষয়ে ভিন্নমত পোষণ করতে পারি, কিন্তু এর মানে এই নয় যে আমরা শত্রু। সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের কাজ হলো সংবিধানকে কার্যকর করা এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা।

ফরাসি রাষ্ট্রদূত মেরি মাসদুপুই জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ড. ইউনূসকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ছাত্র ও জনতার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনে সমর্থন দিতে ফ্রান্স প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। ফ্রান্স ইতোমধ্যে বাংলাদেশের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সহযোগিতা করছে এবং দুর্নীতি, মানব পাচার, ফরেনসিক সাইবার অপরাধ, বন্দর ও বিমানবন্দরের নিরাপত্তা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে দক্ষতা বাড়াতে আগ্রহী।

ফরাসি রাষ্ট্রদূত আরও জানান, অ্যালায়েন্স ফ্রাঙ্কেস ঢাকা আগামী অক্টোবরে ৬৫তম বার্ষিকী উদযাপন করবে এবং তিনি অধ্যাপক ইউনূসকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। ফ্রান্স ২০২৫ সালের এপ্রিল মাসে প্যারিসে দুই সপ্তাহব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক মৌসুমের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবিরোধী কার্যক্রম বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। এছাড়া, ফ্রান্সের কোম্পানিগুলি বাংলাদেশে তিনটি সৌর পার্ক স্থাপন এবং ১৫টি বজ্রপাতপ্রবণ জেলায় বজ্রপাত নিরোধক স্থাপনে আগ্রহী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।