চ্যানেল7বিডি ডেক্স: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই বর্তমানে দেশ পরিচালনা করছে। এই সরকার অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের ফলস্বরূপ গঠিত হয়েছে এবং এটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে পরিচালিত একটি সরকার।
আজ (১১ মার্চ) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করার মাধ্যমেই আমরা এখানে এসেছি। গণঅভ্যুত্থানে যারা জয়ী, তারাই বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন।
তিনি আরও বলেন, অনেকে প্রশ্ন করেন, সরকার দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ছে না কেন? কিন্তু অনেকে ভুলে যান, এই সরকার বহু শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। আপাতদৃষ্টিতে এটি টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত মনে হলেও, এটি মূলত একটি রাজনৈতিক সরকার। কারণ এটি একটি রাজনৈতিক বিজয়ের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয়েছে।
গণমাধ্যমের ভূমিকা ও তথ্যযুদ্ধ
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আমরা বর্তমানে একটি তথ্যযুদ্ধের সম্মুখীন। শুধু ভারত নয়, দেশের অভ্যন্তরেও বিভিন্ন তথ্য বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাই গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
তিনি উল্লেখ করেন, বাসস শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম নির্ভরযোগ্য সংবাদ সংস্থা হিসেবে গড়ে উঠতে পারে। এজন্য বাসসকে আরও দক্ষ জনবল এবং প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।
বাংলাদেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক সম্পর্ক
বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, বাসসকে এমন একটি সংবাদ সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে, যাতে বিদেশি গণমাধ্যমগুলো এখান থেকে তথ্য গ্রহণ করে। বিশ্বের অনেক দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো সরকারের সঙ্গে সম্পর্কিত থাকে, বাসসকেও সে ধরনের অবস্থানে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, আমাদের সিনহুয়া ও এএফপিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সঙ্গে সংবাদ বিনিময় চুক্তি রয়েছে। আরও সংস্থার সঙ্গে চুক্তি করার পরিকল্পনাও চলছে।
অনুষ্ঠানে বাসসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে সংবাদ সংস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তথ্যসূত্র: বাসস