খুলনায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার……>>> আটক-১

দিঘলিয়া প্রতিনিধিঃ  খুলনার দিঘলিয়ায় নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ১ জন গ্রেফতার হয়েছে। নৌবাহিনীর মিডিয়া সেল সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর-২০২৪) ভোর রাতে দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোহাম্মদ বাদশা গাজীকে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়ি তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড পরিত্যক্ত গুলি ও আনুমানিক ১ কেজি গান পাউডার উদ্ধার করা হয়।

উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতোপূর্বে ৬টি নাশকতার মামলা রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটকৃত ব্যক্তিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র আরো জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।