খুলনায় ডিফেন্স এক্স-সোলজার্স ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন..

সৈয়দ জাহিদুজ্জামান দিঘলিয়া খুলনা থেকে : খুলনা জাহানাবাদ সেনানিবাসের বনবিলাস চিড়িয়াখানায় ডিফেন্স এক্স-সোলজার্স ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর-২০২৪) সকাল ৯ টায় ডিফেন্স এক্স-সোলজার্স ওয়েলফেয়ার সোসাইটির খুলনা জেলা সভাপতি সার্জেন্ট মোঃ সিরাজুল ইসলাম (অবঃ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট মোল্লা (অবঃ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত ও সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সকল সদস্যবৃন্দের ব্যবস্থাপনায় একতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আঃ মালেক খান, সিনিয়র সহ সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ শফিকুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অনারারী ক্যাপ্টেন মোঃ মাহবুব-উল-আলম মোল্যা।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য পেশ করেন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ শহিল্লাহ, গাজী ওয়াহিদুজ্জামান, মোঃ সোহরাব, জুলফিকার আলী, গোলাম রহমান, মোসলেহ উদ্দিন, জয়নুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।