খিদির পুর ইউনিয়নের উজ্জ্বল নক্ষত্র নন্দিত  জন নেতা, আবুল  ফজলের জন্মদিনে আনন্দ নন্দিত অভিনন্দন

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের প্রিয় নেতা, সংগ্রামী সভাপতি ও  বিশিষ্ট ঠিকাদার  ঢাকা। সৎ পরিছন্ন রাজনীতিবিদ আবুল ফজল ভাইয়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক তাজুল ইসলাম বাদল।(

সাংগঠনিক সম্পাদক  নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম)

তিনি বলেন, “আবুল ফজল ভাই শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি খিদিরপুরের মানুষের আশা, ভালোবাসা আর নির্ভরতার প্রতীক। দলের দুঃসময়ে যেভাবে তিনি খিদিরপুর ইউনিয়ন বিএনপির হাল ধরেছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। তার সাহসিকতা ও দক্ষতায় এগিয়ে যাচ্ছে এখানকার রাজনীতি, সাথে মানুষের উন্নয়নের স্বপ্ন।”

তিনি আরও বলেন, “আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, তার জীবনে সুখ, শান্তি আর সম্মানের আলো ছড়িয়ে দেন। তার হাত ধরেই খিদিরপুর ইউনিয়ন এগিয়ে যাবে নতুন সম্ভাবনার পথে। দোয়া করি তিনি সবসময় মানুষের কল্যাণে নিবেদিত থাকতে পারেন। তার স্বপ্নগুলো যেন মানুষের মুখে হাসি হয়ে ফুটে ওঠে।”

জন্মদিনে আবুল ফজল ভাইয়ের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা, অন্তহীন দোয়া ও অসীম শুভকামনা  আগামীর দিনগুলো আরও আলোকিত হোক এই সাহসী নেতার জীবনে। আগামী দিনের  খিদির পুর ইউনিয়নের সপ্ন সারথি  হয়ে আঁধারে আলো ফুটানোর জনগনের  প্রত্যাসা পুরণে সার্থকতা আসুক। এই প্রত্যাশা ও  সু  স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কামনা করি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *