খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার, আটক ২

 নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ ভালুকায় খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসব চাল উদ্ধার করেন। জানা গেছে, ভালুকা উপজেলা ডাকাতিয়া ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো: আয়নাল হক এর ১২৫ বস্তা চাল হোসেনপুর বড় বাজারে আসমতের দোকান থেকে  গাজীপুরের শ্রীপুরে এক দোকানে বিক্রির জন্য নিতে চাইলে ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসন। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ট্রাকচালক ও চাল কিনে নেওয়া ব্যবসায়ী আটক আছে। এ নিয়ে থানায় মামলা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান প্রতিদিনের বাংলাদেশ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতিয়া ইউনিয়নের হোসেনপুর বড় বাজারে আসমতের দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল নতুন বস্তায় ভরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক দোকানে বিক্রি করার জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছিল। ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় ট্রাক, চালক ও চাল কিনে নেওয়া ব্যক্তিকে আটক করি। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।