কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে শোকের মাতম, পরিবারের ন্যায়বিচারের দাবি

বিশেষ প্রতিনিধি: রংপুর: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে শোকের মাতম এখনো থামেনি। আন্দোলনে ছাত্র–জনতার জয়ী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আবু সাঈদের মা–বাবাসহ পরিবারের সদস্যরা। তারা বলেছেন, সরকারের প্রত্যক্ষ মদদে পুলিশ সাঈদকে গুলি করে হত্যা করেছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন তারা।

গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।