কেরাণীগঞ্জের ০৮ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

পার্থ প্রতিম ভদ্র : ঢাকার কেরাণীগঞ্জের ০৮ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী মুগলা‌কে‌(২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের মুন্সিনদ্দা এলাকায় গত ২২/১০/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ৪.০০ টার সময় কেরাণীগঞ্জ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে অধ্যয়ণ রত (০৮) বছরের‌ শিক্ষার্থীকে ‌বৃষ্টির জমানো পানিতে মাছ ধরার প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

উক্ত ঘটনায় শিক্ষার্থীর ‌ ধর্ষনের বিষয়টি তার মাকে জানায়। এরপর মা তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে সে নিজেই বাদী হয়ে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক রব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে রেপ-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ‌সন্ধ্যা আনুমানিক ৬.৩০ মিনিটে র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-১ এর সহযোগীতায় রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ১৮,তারিখ- ২৩/১০/২০২৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী মুগলা (২৫), পিতা- মরন, সাং- মুন্সিনদ্দা, থানা- কেরাণীগঞ্জ মডেল থানা, জেলা- ঢাকা ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *