জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার ঐতিহ্যবাহী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১ ডিসেম্বর) দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম এবং সহকারী শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ ও মোহাম্মদ আবুল কাসেম।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের শিক্ষাজীবন ও অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল সাকী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
প্রথম অধিবেশনের শেষ দিকে বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়াকে বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়ে প্রথম স্থান অর্জনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ১৯ জন ক্ষুদে শিক্ষার্থী। নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে তারা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। অভিনয়ে মারিয়া ও তাফসির বিশেষভাবে প্রশংসিত হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা অফিসার প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের অফিস রুমসহ চারপাশ ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের অবকাঠামো ও পরিবেশ পরিদর্শন করেন।