কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জেলা প্রতিনিধি : নানা আয়োজনে নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করেছে। দিবসটি পালনের লক্ষে আলোচনা সভা ডায়লগ, কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশনা হয়।

আলোচনা সভায় কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে কেন্দুয়া কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংবাদিক রাখাল বিশ্বাস প্রমূখ।

কবিতা আবৃতি করেন- সেকুল ইসলাম খান, কবি আব্দুল হাই সেলিম, কিশোর কুমার শর্মা ,রোকন উদ্দিন প্রমূখ। সঙ্গীত পরিবেশন করেন টিভি ও বেতার শিল্প দিলবাহার খান, প্রদীপ পণ্ডিত, সুসেন সাহা,পুতুলসহ অন্যরা।

সামাজিক যাত্রা পালা থেকে ডায়লগ উপস্থাপন করেন নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস। শেষে বিন্নিখই-খেলনা ভোজ ও দেশীয় ফল খাওয়ার আয়োজনে মুগ্ধ হয় সকলেই। আমাদের ক্ষুদ্র আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়,কেন্দুয়া প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য,সমৃদ্ধি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *