জেলা প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শনিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন- অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন নিশ্চিত করতে হবে। দেশে নারীর যথাযথ সম্মান প্রদর্শন করে উন্নত দেশগুলো মতো সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। এই নারী আমার মা, আমার মেয়ে ও বোন।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার প্রমূখ।