জেলা প্রতিনিধি : ২১/০৪/২০২৫ খ্রিঃ নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কের পাশে কাজ করাবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করে কাঞ্চন মিয়া হত্যার মামলার এজাহার নামীয় ১নং আসামী মাজাহারুল ইসলাম (২১), পিতা-মৃত সেলিম মিয়া, সাং-নওপাড়া, ডাকঘর: নওপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ। পরববর্তীতে উক্ত আসামীকে ইং-২২/০৪/২০২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
থানা সূত্রে জানা যায়- ঘটনার পর হতেই পলাতক ছিল আসামী মাজাহারুল ও তার স্ত্রী। মামলাটির তদন্তকার্য চলাকালীন সময়ে র্সোস নিয়োগ সহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কাঞ্চন মিয়া হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মাজাহারুল ইসলাম (২১) এর সন্ধান পায় কেন্দুয়া থানা পুলিশ। আসামী মাজাহারল ও তার স্ত্রী প্রায় সময় তার মায়ের সাথে ঝগড়া বিবাদ করতো।
উল্লেখ্যঃ পারিবারিক কলহের জেরে গত ০৪/০২/২০২৫ খ্রিঃ তারিখ কেন্দুয়া থানাধীন ৯নং নওপাড়া ইউনিয়নে নওপাড়া সাকিনে ভাগিনা মাজাহারুল ইসলাম (২১), পিতা-মৃত সেলিম মিয়া, সাং-নওপাড়া, ডাকঘর: নওপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা এর মারপিটে মামা কাঞ্চন মিয়া (৬৫) গুরুত্বর আহত হলে প্রথমে চিকিৎসার জন্য তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। কত্যর্বত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তিনি উক্ত হাসপাতালে গত-০৪/০২/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।
উক্ত রুপ অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে কেন্দুয়া থানার মামলা নং-৯, তারিখ- ০৭/০২/২০২৫; ধারা- ৩২৩/৩০৭/৩০২/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা রুজু করার পর হইতে তদন্তে নামে কেন্দুয়া থানা পুলিশ।