শাকিব আহমেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় চাঞ্চল্যকর সিএনজি চালক নূর জামান হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া ও কলমাকান্দা থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. রেহাব মিয়া (৪২) ও মো. সোহাগ মিয়া (৩০)। তারা দু’জনেই মৃত রাজ আলী ও হালেমা আক্তারের সন্তান এবং কেন্দুয়া উপজেলার ভাগ্যবপুর বড়বাড়ি (পাচহার) গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আটককৃত আসামিরা আদালতে হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে। নিহত নূর জামান (৩৮) পেশায় সিএনজি চালক ছিলেন। গত ১৯ আগস্ট সকাল ৯টার দিকে জীবিকার উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরদিন (২০ আগস্ট) ভোররাতে পুলিশ খবর পেয়ে দুল্লী ব্রিজ এলাকায় পৌঁছে একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। গাড়িটির ভেতরে রক্তের দাগ লক্ষ্য করা যায়।
পরে ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূরে হাওরের পানির নিচ থেকে নূর জামানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী মোছাঃ শিরিন আক্তার (৩২) বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি থানার মামলা নং-১৫, তারিখ ২০/০৮/২০২৫; ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি অনুযায়ী রুজু করা হয়। তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. আ. জলিলের ওপর ন্যস্ত করা হয়।
পরিবারের ধারণা, নূর জামানকে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হলেও মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।