নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় শিক্ষার্থীদের স্বপ্নপূরণের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘রোড টু পাবলিক ইউনিভার্সিটি – এ কনসাল্টেশন প্রোগ্রাম টু মেক ইউর ড্রিম ট্রু’।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব কেন্দুয়া (DUSAK)-এর আয়োজনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন DUSAK-এর সভাপতি মো. সোহরাব মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। আরও বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এম.এ বাশার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল গনী সগীর, শরিফ ও মার্জিয়া আক্তার; বুয়েটের নাদিম; মেডিকেলের তামান্না এবং মেরিনের ওভি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন DUSAK-এর সাধারণ সম্পাদক আব্দুল হাদি তানবীর। বক্তারা শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল, এবং মেরিনে ভর্তি হওয়ার প্রস্তুতির করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন। তাঁরা শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
প্রোগ্রামে কেন্দুয়া এলাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুল ও মাদ্রাসার প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা অর্জনের অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে।