নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল চোর গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ফেব্রুয়ারী শনিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন গন্ডা ইউনিয়ন বৈশ্যবাট্রা গ্রামের মোফাজ্জল হোসেন ভুঁইয়া পিতা মোবারক আলী ভুইঁয়া’ আমার ১টি সুজুকি জিকচার মনোটন ১৫৫ সিসি মোটরসাইকেল রাতে চুরি হওয়ার পর ভোর রাতে সান্দিকোণা ইউনিয়নে জনতার হাতে আটক হওয়ার পর গ্রেফতার করেছে থানা পুলিশ।
সুজুকি জিকচার মনোটন মোটরসাইকেলের মালিকের সাথে কথা বলে জানা যায় ৩১ জানুয়ারি রাতে আমার বসত ঘরের বারান্দায় সুজুকি জিকচার ১৫৫ সিসি মোটরসাইকেল থালা বদ্ধ অবস্থায় রেখে ঘুমিয়ে যাই, রাত অনুমান ৩ টার দিকে পশ্রাব করিতে উঠিলে দেখি আমার বারান্দায় মোটরসাইকেলটি নেই। তখন বাড়ির সকলকে অভিহিত করতে চেষ্টা করি,ভোর ৪টার সময় খবর পাই, আমার মোটরসাইকেলটি পাওয়া গেছে।
সাহিতপুর বনাম আঠারোবাড়ী রাস্তায় খিদিরপুর আলী উছমান মোড় দুই মোটরসাইকেল সহ তিনজন ১। রফিকুল ইসলাম( ৩৭) পিতা- ছমির উদদীন, গ্রাম ধীতপুর বড়াইল, থানা নান্দাইল, জেলা ময়মনসিংহ ২। ছোটন, পিতা- আবু কালাম আবু মিয়া গ্রাম পেছুন্দরী, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা ৩। আনোয়ার হোসেন আনু, পিতা নুরুল ইসলাম, গ্রাম- দশন্দুন, থানা তাড়াইল, জেলা কিশোরগঞ্জদের আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দিলে এসআই কামাল হোসেন তার সংগীয় ফোর্স নিয়ে তাদের গ্রেপতার করে থানায় নিয়ে আসে।
এসআই কামাল হোসেন বলেন – আমাকে ফোন দিয়ে অবহিত করলে আমি আমার সংগীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করে থানায় হেফাজতে রাখি। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।
কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন- আমাকে এসআই কামাল হোসেন অবহিত করলে আমি তাদের গ্রেফতার করতে নিয়ে আসতে বলি, তাদের থানায় নিয়ে আসলে থানায় হেফাজতে রাখি, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে, আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে।