মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা রিপোর্টার : নেত্রকোনার কেন্দুয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩নং দলপা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার সন্ধায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৩নং দলপা ইউনিয়ন বিএনপির ৭,৮,৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জল্লী উচ্চ বিদ্যালয় প্রাঙনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, ইউনিয়ন বিএনপি সভাপতি লতিবুর রহমান বিল্টু সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রুবেল, উপজলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আহবায়ক আবুল হোসেন,কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আমরা বিএনপির নেতৃবৃন্দ কেউ অন্যায় কাজ করবো না,অন্যায়কে কেউ প্রশ্রয় দিবো না,সবাই শপথ করি,কোন বিএনপির নেতা কর্মী উপজেলা পর্যায়ে কোন দরবার সালিশ উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দরবারে যাব না। যদি কোন দরবার সালিশে যেতে হবে তাহলে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যাব, কোন টাকা পয়সা নিয়ে দরবার করবোনা। পরিশেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দোয়া পাঠ শেষে ইফতার করা হয়।