মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় মহান বিজয় উপলক্ষে শহীদ ও বীর মুক্তিযুদ্ধাদের সন্মাননায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করছেন উপজেলা ও পৌর বিএনপি। (১৬ ডিসেম্বর) সোমবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় উপলক্ষে শহীদ ও বীর মুক্তিযুদ্ধাদের সন্মাননায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি।
সকালে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাস্হ বিএনপির দলীয় কার্যালয়ে থেকে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এর নেতৃত্বে হাজার হাজার জনতার মিছিলে অংশ নিয়ে শুরু হয় কেন্দুয়া বাজার ধান মহাল, সাউদপাড়া মোর হয়ে উপজেলা জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক স্বপন, মোসলেম আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির সকল অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।