কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত ৭ কিন্টার গার্ডেনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, দক্ষ প্রযুক্তির বাংলাদেশ’ এই শ্লোগানে-নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অ্যাম্বিশান স্কলারশীপ এক্সামিনেশান-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে অ্যাম্বিশান স্কলারশিপ এক্সামিনেশান পরিবারের আয়োজনে জেলা পরিষদ কেন্দুয়া (পাবলিক হল) মিলনায়তনে এ সংবর্ধনা, সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে অ্যাম্বিশান স্কলারশিপ এক্সামিনেশানের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চলনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন।

আইডিয়াল বেবী স্কুল, আলেয়া মেমোরিয়াল স্কুল, আব্দুল আউয়াল আদর্শ শিশু বিদ্যা নিকেতন, ইকরা ইসলামিক একাডেমি, এ-ওয়ান স্কুল, নিউ এইজ একাডেমি ও সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমি এই সাতটি প্রতিষ্ঠানের মোট ১৪৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ে আয়োজিত হয় উক্ত অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার, গামরুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাম্বিশান স্কলারশিপ এক্সামিনেশানের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলিনূর রহমান, অ্যাম্বিশান স্কলারশিপ এক্সামিনেশানের সমন্বয়ক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহমেদ খোকন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালীসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।