মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ কেন্দুয়ায় বুদ্ধিজীবি দিবস ২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৪ ডিসেম্বর) শনিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বুদ্ধিজীবি দিবস ২০২৪ পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার এর সভাপতিত্বে- উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মাহমুদুল হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী (এল জিইডি) কর্মকর্তা আলামিন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, জামায়াতে আমির সাদেকুর রহমান, খেলাফত ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, বীর মুক্তিযোদ্ধা জিলানী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকবৃ্ন্দ।
আশরাফ উদ্দিন এর সঞ্চালনায়- বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান প্রমুখ।
বক্তরা বলেন আজকের দিনে পাকিস্তানি বাহিনী আমাদের দেশের বিভিন্ন স্তরের বুদ্ধিজীবি ব্যাক্তিদের নির্মমভাবে হত্যা করেছে, সকল বুদ্ধিজীবি শহীদের আত্মার মাগফিরাত কামনা ও তার সকল শহীদ পরিবারের সমবেদনা জানাই এবং দেশের বুদ্ধিজীবি সকল শহীদের চিহ্নিত করে তাদের পরিবারের খুঁজখবর নিতে হবে।
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন দেশের বুদ্ধিজীবি ব্যাক্তিদের চিহ্নিত করে সন্মান দিয়ে আমরা লালন করি। পরে সকল শহীদদের স্মরনে মাগফিরাত কামনায় মোনাজাতে অনুষ্ঠান শেষ হয়।