কেন্দুয়ায় বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনায় উপজেলা প্রশাসন

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেন উপজেলা প্রশাসন।

১৬ ডিসেম্বর সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দুয়া জেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধা সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার। যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজুন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলার যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান প্রমুখ।

বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন আজ মহান বিজয় দিবস। আজকের এই দিনে আমরা স্বাধীন সার্বভৌমত্ব ফিরে পেয়ে ছিলাম। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।

বক্তব্যে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান বলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য জীবন বাঁজি রেখে ২৫ শে মার্চ কালো রাতে স্বাধীনতার ডাক দেন ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা ফিরে এনেছে, আপনারা হয়তো অবগত আছেন কেন্দুয়ায় অনেক ভূয়া মুক্তিযুদ্ধা রয়েছে তাদের তালিকা প্রকাশ করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাহমুদুল হাসান,  উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আলামিন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান,  উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ উপজেলার সকল মুক্তিযুদ্ধা, মুক্তিযুদ্ধার স্ত্রী সন্তান, বিভিন্ন দলের নেতাকর্মী এবং সাংবাদিকবৃন্দ।পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া প্রার্থনা করেন মাওলানা হারুন অর রশিদ ফারুকী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।