কেন্দুয়ায় বিস্ফোরক মামলার ৪৪ নং আসামী মিল্টন মিয়া গ্রেফতার….

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিস্ফোরক মামলার ৪৪নং আসামী মোঃ মিল্টন মিয়া (৫০)কে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।

(৩০ নভেম্বর) শনিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে।
মোঃ মিল্টন মিয়ার পিতার নাম মৃত কিতাব আলী । মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর তার গ্রামের বাড়ী।
কেন্দুয়া থানার এসআই মামলার তদন্ত অফিসার মোঃ মাহমুদুল হাসান বলেন- বিস্ফোরক মামলার আসামী মোঃ মিল্টন মিয়া নামে একজনকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে বলেন, আসামিকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া রয়েছে ।
উল্লেখ গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১২টায় ১নং স্বাক্ষীর মৌখিক অনুমতিক্রমে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন । মামলা নং ১৬।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।