শাকিব আহমেদ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া থানা পরিদর্শনের মধ্য দিয়ে তিনি তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকমণ্ডলী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
বেলা আড়াইটায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। সফরসূচির বাইরে তিনি কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়েও উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি অসুস্থ বাউল শিল্পী ও গীতিকার সালাম সরকারকে তাঁর বাসায় গিয়ে দেখেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়া পৌরসভা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি বাউল কবি দীন শরৎচন্দ্র নাথের স্মৃতিফলক উদ্বোধন ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত ‘জালাল মঞ্চ’ উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) গোলাম মোস্তফা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।