কেন্দুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ পালিত

মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টারঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি- বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই শ্লোগানে- নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- ২০২৫ উপলক্ষে বর্নাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋনের চেক,সনদপত্র ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ আগষ্ট মঙ্গলবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে  যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার।

বক্তব্য রাখেন- উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, সাংবাদিক মন্জুরা আলম, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল হক মল্লিক, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা জামায়াতের আমীর সাদেকুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন-কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার।

বক্তৃতায় বক্তারা বলেন- প্রযুক্তি নির্ভর যুবশক্তি- বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।
যুবরাই এই সমাজের শক্তি, সর্ব উত্তম এই যুব সমাজ, ১৮ থেকে ৩৫ এই বয়সের যুবক যুবতীরাই পারে সমাজের চিত্র বদলে দেবার। আবার এই যুবরাই দেশের খারাপ কাজে লিপ্ত থাকে, তাদেরকে সতর্ক থেকে জীবন গড়ার লক্ষ্যে নিজে শ্রম মেধা ও সরকারি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কাজ হাতে নিতে হবে। এই যুব বয়সে উন্নয়ন করতে না পারলে বৃদ্ধ বয়সে কষ্ট ছাড়া আর কিছুই হবে না।

প্রধান অতিথি বলেন- যুবরা চাইলে আমি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারব, সেটার জন্য তোমরা এগিয়ে আসতে হবে। পরে উক্ত অনুষ্ঠানে ৭২ জন যুব কে গাছের চারা বিতরণ করা হয়।
২০ জনকে ব্যাগ ও প্রশিক্ষণ উপকরণ দেয়া হয় এবং ১৫ জন যুব এর অনুকূলে ১০ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করে র‍্যালী বের হয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com