কেন্দুয়ায় গড়াডোবা ইউনিয়ন সচিবকে পরিষদে গিয়ে হুমকি দিয়ে এসেছেন ইউনিয়ন জামায়াতের সভাপতি

মোহাম্মদ সালাহ উদ্দিন, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৪ নং গড়াডোবা ইউনিয়ন পরিষদ সচিব আনোয়ার হোসেনকে ইউনিয়ন পরিষদে গিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন ইউনিয়ন জামায়াতের সভাপতি।১৯ মার্চ বুধবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৪ নং গড়াডোবা ইউনিয়ন পরিষদে গিয়ে ইউনিয়ন পরিষদ সচিব আনোয়ার হোসেনকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিয়ে এসেছেন জামায়াতের সভাপতি।

তার সাথে কথা বলে জানা যায়, মাহে রমজানে সারাদেশের মতো কেন্দুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিএফ বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সেই বরাদ্দকৃত চাল প্রতি ইউনিয়নে তালিকা তৈরি করেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দলের নেতাকর্মী ও প্রশাসক। সেই তালিকায় জামায়াত দলের ভাগে রয়েছে ১৫০ টি নাম। কিন্তু উক্ত ইউনিয়নে জামায়াতের ১৫০টি নাম নিতে নারাজ। ইউনিয়ন প্রশাসককে না পেয়ে ইউনিয়ন সচিবকে তার হল রুমে গিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এবং বলেছেন আগামীকাল যদি উক্ত ইউনিয়ন পরিষদ খোলা হয় তাহলে তোকে মেরে ফেলব। আর যাকে সাথে নিয়ে আসবে তাকেও ছাড়বনা।

সচিব আনোয়ার হোসেন উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন। চাকরি করতে গিয়ে এখন জীবন দিতে হবে মনে হচ্ছে।

ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল লতিফ মুঠোফোনে বলেন- আমি সচিবকে মেরে ফেলার হুমকি দেইনি,ওই সচিব আমার বিরুদ্ধে এমনিতেই কথা তুলেছেন। তবে আমি তার সাথে কথা বলেছি, সে বিজিএফের তালিকা করার কে? তালিকা করবে চেয়ারম্যান সাব। এক দলকে দেবে ৫০০আর আমার দলকে দেবে ১৫০ তা মানবো না। ইউনিয়ন সচিবের ব্যবহার ভালো না,সে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের শাসনামল শেষ হয়ে গেছে কিন্তু তার কিছু দোষর রয়ে গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।