কেন্দুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি

 কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার কেন্দুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে। একটি শক্তিশালী সিন্ডিকেট করে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ কালোবাজারি করেন। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের চাল না পেয়ে কয়েকজন হতদরিদ্র  কার্ডধারি  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি বেরিয়ে আসে।

খোঁজ নিয়ে জানা যায় -কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ২৬ জন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রয়েছেন। কার্ডধারি সুবিধাভোগী রয়েছেন ১৮ হাজার  ৮৩৬ জন হতদরিদ্র। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের চাল ডিলারদের নিকট থেকে না পেয়ে নওপাড়া ইউনিয়নের কার্ডধারি হতদরিদ্র  দুঃখ মিয়া, ফজলু মিয়া, হাবিবুর রহমান, জান্টু মিয়াসহ কয়েকজন   উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এতে বিষয়টি সামনে আসে। সূত্র জানায়, একটি শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহমেদ ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান কালোবাজারি করে দুই মাসের চাল বিক্রি করে দেন।যার পরিমাণ  ৫৬০ মেট্রিক টন । তবে বিষয়টি ধামাচাপা দিতে ডিলারদের কয়েকজন নীরবে নিবৃত্তে কাজ করছেন বলে গুঞ্জন রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন -অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। এ ঘটনায় কার্ডধারি সুবিধাভোগী,  ট্যাগ কর্মকর্তা, ডিলার ও খাদ্য কর্মকর্তাদের  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নেত্রকোনা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন -এ বিষয়ে জেলার বারহাট্টা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক লুৎফুর রহমানকে আহ্বায়ক  এবং সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুন্থাসীর মামুন ও খাদ্য পরিদর্শক কামরুল হাসানকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com