কেন্দুয়ায় কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী’র র‍্যালিতে হাজারো মানুষের ঢল

মোহাম্মদ সালাহ উদ্দিন কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: কেন্দুয়ায় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর র্যালিতে হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে ।

(৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর আনন্দ র্যালিতে হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে ।
কেন্দুয়া উপজেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও আনন্দ র্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড,মাহফুজুল হক, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু , সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মোঃ শরিফুল হাসান আরিফ, আটপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা বিএনপির সাংগঠনিক ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দুয়া খেলার মাঠে উপস্থিত হয়ে আনন্দ পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করতে দেখা যায় ।
বক্তব্যে হিলালী বলেন আপনারা আমার ভাই আমার বন্ধু আপনাদের সকল বিষয়ে খুঁজ খবর নেওয়া দায়িত্ব আমার। অতীতের হিসাব করে দেখেন কেন্দুয়া উপজেলার সকল পর্যায়ের পরিস্থিতি মোকাবেলা করে আমি সহ আপনাদের অনেক বেগ পোহাতে হয়েছে। তিনি আরো বলেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ ,আপনাদের ৠন কোনদিন শোধ করতে পারবোনা। যদি কোনদিন এমপি হতে পারি তাহলে কারো কোনো কাজ করতে একটি টাকা ঘুস লাগবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।