কেন্দুয়ায় অটো ড্রাইভারদের সংঘর্ষে আহত ৩

মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের দরগাহ মোড়ে যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দরগাহ মোড়ের অটোস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এক স্ট্যান্ডের ড্রাইভার অন্য স্ট্যান্ডের যাত্রী তোলায় বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়দের বক্তব্য
অটো ড্রাইভার ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, অটোস্ট্যান্ডগুলোর নিয়ম অনুযায়ী, এক স্ট্যান্ডের ড্রাইভার অন্য স্ট্যান্ডের যাত্রী তুলতে পারেন না। কিন্তু এই নিয়ম অনেকেই মানতে চান না। ফলে যাত্রী তোলাকে কেন্দ্র করেই ড্রাইভারদের মধ্যে সংঘর্ষ বাধে।

আহত ও চিকিৎসা সেবা
এ ঘটনায় আহতদের মধ্যে বাট্টা গ্রামের হুমায়ুন (২৭), সাদিক (১৬) এবং আলী আকবর (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, আহত তিনজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর কাইয়ুম বলেন, “দরগাহ মোড়ে অটো ড্রাইভারদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে, তবে কোনো বড় ধরনের মারামারির ঘটনা ঘটেনি।” আহতদের বিষয়ে অবগত করা হলে তিনি জানান, “এ বিষয়ে আমি কিছু জানি না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।