কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন’র জরুরি সভা 

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং ২০৬৯) এর কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় কুষ্টিয়া প্রেসক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু। এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু  ও দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করে ও গুলি বিদ্ধ আহতদের দ্রুত উন্নত চিকিৎসার দাবি জানান। সাগর রুনি হত্যার তদন্ত করে খুনিদের গ্রেপ্তার এবং কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যা কাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  সারা দেশে সাংবাদিকদের নামে মিথ্যা হয়রানিমুলক অবিলম্বে প্রত্যাহার , বন্ধ মিডিয়া খুলে দেয়া দাবি  এবং দালাল সাংবাদিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। সভায় কুষ্টিয়াতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় মামলার বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।