জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় যুবদল নেতা জুবায়ের রহমান জ্যাকির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২টায় খোকসা বাসস্টান্ডে আমরা বিএনপি পরিবার খোকসার ব্যানারে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে খোকসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাফিজ আহমেদ রাজু, তৈয়ব আলি সরকার, বিএনপি নেতা মোঃ হাশেম আলী কমিশনার, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু জাহেদ সান্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, গতকাল সন্ধায় আওয়ামী লীগের দোসর মিরাজ মেলেটারি ও তার পুত্রদ্বয়সহ কতিপয় সন্ত্রাসীরা হত্যার উদ্দ্যোশে যুবদল নেতা জুবায়ের রহমান জ্যাকির উপরে নির্মম হামলা চালিয়েছে। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অতিদ্রæত এই হামলাকারীদের গ্রেফতারের দাবী করেন তারা। অন্যথায় আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।
ঘন্টাব্যপী কর্মসূচী চলাকালে কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।