কুষ্টিয়ায় সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক অফিস উদ্বোধন

কুষ্টিয়া অফিস ॥ কুষ্টিয়ায় দৈনিক সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশেষ প্রতিনিধি এস এম তুষার, সহ- সম্পাদক এস আর শিপন বিশ্বাস, সিনিয়র স্টাফ রিপোর্টার রাজ্জাক আহাম্মেদ রাজ ও স্টাফ রিপোর্টার নাজমুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দীক বলেন, “সত্য ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করতে হবে। সমাজের অপরাধ-দুর্নীতি সাহসের সঙ্গে তুলে ধরতে হবে।” বিশেষ অতিথি নুরুন্নবী বাবু বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে নির্ভীকভাবে কলম চালাতে হবে সাংবাদিকদের।” বক্তারা আশা প্রকাশ করেন, কুষ্টিয়ায় সময়ের কাগজ এর এই আঞ্চলিক অফিস সংবাদপত্র জগতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com