নিজস্ব প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২৩ জুন ২০২৫ তারিখ ১৭০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন সাতপাখিয়া গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে আলী প্রামানিক(৫৫), সাং-সাতপাখিয়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে রক্তাক্ত গুরুতর জখম করে। পরবর্তীতে ২৪/০৬/২০২৫ তারিখ ০৪৩০ ঘটিকার সময় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। উক্ত হত্যা কাÐের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার খোকসা থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার মামলা নং-১১, তারিখ ২৫ জুন ২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩০২/৩০৭/৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ এবং র্যাব-৪ সিপিসি-২ যৌথ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ০৭ জুলাই ২০২৫ তারিখ ২২৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ সোনাই শেখ(৩৫), পিতা-মৃত লইমুদ্দিন শেখ, সাং-সাতপাখিয়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে ডিএমপি ঢাকা মিরপুর-১৪ এর ৬/১১ হাউজিং স্টাফ কোয়াটার্স এর সামনে হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার কাফরুল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।