কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে জেল পলাতক ০৩ জন আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি: গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১০:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া (বাজারপাড়া) এলাকা” হতে পলাতক আসামি মোঃ লিখন আলী(৩০), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-তারাগুনিয়া (বাজারপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১২:১০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া (কাচারীপাড়া) এলাকা” হতে মোঃ সোহেল রানা (৩০), পিতা-আব্দুল গাফফার, সাং-তারাগুনিয়া (কাচারীপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয় এবং রাত ০২:০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন রিফায়েতপুর গ্রাম” হতে মোঃ মেহেদী হাসান(২৮), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-রিফায়েতপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।