কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ০১টি গ্যাসগান উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি: গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কতিপয় দুষ্কৃতিকারী কুষ্টিয়া মডেল থানা আক্রমন করে ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায়। এসময় তারা থানা থেকে মূল্যবান জিনিসপত্র ও অস্ত্র-গোলাবারুদ লুট করে নিয়ে যায়। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযানে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-১, কুষ্টিয়া। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৪.১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেঁউরিয়া এলাকায় লালন শাহ মাজারের লালন দিঘীর পাড়ে” একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১টি গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।