কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ০১ জন পলাতক আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন ছয় রাস্তার মোড় এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বাবু (৩২), পিতা-মৃত নওশের, সাং-শালদহ হাটশ হরিপুর, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-১২, তারিখ ১৫/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৯/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগষ্ট ২০২৪ তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় ১৭ নং পলাতক আসামি সোহেল রানা @ আশা (৪৫), পিতা-আফজাল হোসেন, সাং-মোল্লাতেঘড়িয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার সদর থানার মোল্লাতেঘড়িয়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।