নিজস্ব প্রতিনিধি:: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গত ৩০ জুন ২০২৫ তারিখ ১৪০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মিটন গ্রামে পূর্ব শত্রæতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জমির উদ্দিন, পিতা-মৃত আব্দুর রহমান, সাং-মিটন, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে হত্যা করে। উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার মামলা নং-২, তারিখ ০১ জুলাই ২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ এবং থানা পুলিশের সহায়তায় যৌথ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ০১ জুলাই ২০২৫ তারিখ ০৪.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান ১নং এজাহার নামীয় আসামি মোঃ আনিচুর রহমান অনিক(২৩), পিতা-মোঃ সোনারুল ইসলাম, ২নং এজাহার নামীয় আসামি মোঃ নাঈম(২৩), পিতা-মৃত ফারুক হোসেন ও ৩নং এজাহার নামীয় আসামি মোঃ নাঈম খান(২৩), পিতা-মোঃ নিমাই চাঁদ, সর্বসাং-মিটন, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদেরকে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রাম হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।