কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মশিউর রহমান সহ ০৩ জন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

অনলাইন ডেক্স: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরি¯ি’তি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যা”েছ। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মাদক নিমূলে সাড়াশি অভিযান পরিচালনা করে অদ্য ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৮৪০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ডাক্তারের মোড় এলাকায়একটি অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মামলা নং-১৮, তারিখঃ ১২/০২/২০২১, জিআর নং-৩২/২১, এর ১০ বছর সশ্রম কারাদন্ড ও ১০,০০০/-টাকা অর্থ দন্ড ও অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মশিউর রহমান (৪১) পিতা-মোঃ আবুল কাশেম, সাং-প্রাগপুর মাঠপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয় এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চুরি ও চুরির চেষ্টা মামলার জিআর নং-৪০২/২১, এর ০১ বছর সশ্রম কারাদন্ড ও ১,০০০/-টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫১১ ধারায় ০১ বছর সশ্রম কারাদন্ড ও ১,০০০/-টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাকিল (২৪) পিতা-মোঃ রাহাজ উদ্দিন৥রাজু, সাং-হলুদবাড়ীয়া (মাষ্টার পাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে অদ্য ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৬৪৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকা হতে গ্রেফতার করা হয় এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার মাদক মামলার জিআর নং-৯৭/২১, এর ০১ বছর সশ্রম কারাদন্ড ও ১,০০০/-টাকা অর্থ দন্ড ও অনাদায়ে আরও ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাকিল আহম্মেদ (২৫) পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-পূর্ব মহিষকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া অদ্য ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৮৪০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর বাজার এলাকা হতে গ্রেফতার করা হয় এবং কুষ্টিয়া জেলার সদর থানার ডাকাতি মামলার জিআর নং-১৫৬/২০ ধারা ৩৯৯ দন্ডবিধি এর ০৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০,০০০ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিম (৪৫) পিতা-মৃত দুদু শেখ, সাং-খাজানগর উত্তরপাড়া হযরত ডাক্তারের বাড়ির পাশে, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন আনুরমোড় এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।