কুষ্টিয়ায় জাতীয় যুব দিবস পালিত

জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” বৈষম্যহীন দেশ গড়তে যুব সমাজের দক্ষতার উপর গুরুত্ব আরোপ করে জেলায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার কুষ্টিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের প্রথমে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং বৃক্ষরোপন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মতিউর রহমান সহ যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।  পরে সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মতিয়ার রহমান,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত  জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এবং কুষ্টিয়া উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। 

সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে। এই সুযোগ গ্রহন করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক মতিয়ার রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তৌকির আহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন নিবন্ধিত সংগঠনের নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়। এছাড়া প্রশিক্ষিত ১১জন যুব-যুবা’র মাঝে ৮ লক্ষ ৪০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। 

পরে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিন যুব সংগঠনের কর্মীরা শহরের জগতি খাল পরিচ্ছন্নতা কর্মসূচীতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।