নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কুষ্টিয়া জজ কোর্ট প্রাঙ্গণে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড এ্যাড. বুলবুল আহমেদ লিটন এর পরিচালনায় বক্তব্য রাখেন- কুষ্টিয়া জজকোর্টের পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত জিপি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.শাতিল মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল ওয়াদুদ মিঞা, সাবেক পিপি এ্যাড. গোলাম মোহাম্মদ, এ্যাড. খাদেমুল ইসলাম, এ্যাড. আব্দুল মান্নাফ, সিনিয়র আইনজীবী সাবেক পিপি এ্যাড. নাসির উদ্দিন, এ্যাড আব্দুর রশিদ রানা, অতিরিক্ত পিপি এ্যাড. হাফিজুর ইসলাম মনির, সিনিয়র আইনজীবী এ্যাড. ইকবাল হোসেন তরুণ, এপিপি এ্যাড. মিঞা মোহাম্মদ আশরাফুল রেজা শিমুল, এপিপি এ্যাড. হাফিজুর রহমান হিরা, এপিপি এ্যাড. তরিকুল ইসলাম সাগর।
এসময় এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।
দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল বিপথগামী সেনাসদস্য তাকে হত্যা করে।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. হাসিনা মাহমুদা সিদ্দিকা, যুগ্ম আহ্বায়ক এ্যাড. রেজাউল করিম, এ্যাড. মাহমুদুল হক চঞ্চল, এ্যাড. খন্দকার ইলিয়াস শাহী, এ্যাড. হাসান রাজ্জাক রাজু, এ্যাড. হাফিজুর রহমান হাফিজ, এ্যাড. আয়েশা সিদ্দিকা, এ্যাড. কাজল রেখা, এ্যাড. জমিরন খাতুন, এ্যাড. আশরাফুল রেজা, এ্যাড. হাফিজ উদ্দিন, এ্যাড. মাহফুজুর রহমান, এ্যাড. আরিফুজ্জামান লিটন, এ্যাড. নাজমুল হক বিপু, এ্যাড. রোকনুজ্জামান সাজু, এ্যাড. হাসান রাজ্জাক রাজু, এ্যাড. আবু আজম, এ্যাড. খায়রুজ্জামান, এ্যাড. নাসরিন সুলতানা, এ্যাড. একরামুল হক, এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, এ্যাড. আফিয়া আনজুম শামা, এ্যাড. আফরোজা খাতুন, এ্যাড. হাসানুজ্জামান খোকন প্রমুখ।
পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।