কুষ্টিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা ও বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের পাবলিক মাঠ প্রাঙ্গনে এ কর্মীসভা বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রী কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ শ্রমিক দলের নেতা মোবারক হোসেনের নেতৃত্বে এ বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অঙ্গসঙ্গ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়াতে বাধ্য হয়েছে। আমাদের উপরে অত্যাচার নির্যাতন কম হয়নি। আওয়ামীলীগের অনেক বিপথগামী নেতাকর্মী যারা অর্থবিত্তের মালিক, খুনের মামলায় অভিযুক্ত, তাদেরকে বিএনপির কেউ কেউ লালন পালন করছেন। সত্য-মিথ্যা আত্মীয়তার পরিচয় দিয়ে বাঁচাতে চাচ্ছেন। সময় মতো তাদের পরিচয় পরিস্কার করা হবে। সমাবেশের আগে বিভিন্ন উপজেলা শাখা থেকে নেতা কর্মীরা মিছিল সহকারে সমাবেশে এসে উপস্থিত হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।