কুষ্টিয়াই আকুয়া জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের উদ্যোগে জাপানের উচ্চশিক্ষা  নিয়ে ফ্রী সেমিনার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া (১ ডিসেম্বর) রোববার দুপুর ২ টার সময় কাটাইখানা মোড় সমবায় মার্কেট-৩ (পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে) আকুয়া জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার কুষ্টিয়া শাখার উদ্যোগে জাপানে উচ্চ শিক্ষা এবং স্থায়ী বসবাসের জন্য জাপানি ভাষা শিক্ষা বিষয়কের উপর ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।এসময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার  আকুয়া জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রতিষ্ঠা পরিচালক মো. রাকিবুল হাসান ভূঁইয়া।সেমিনারে মুখ্য আলোচক ছিলেন জাপানের টোকিও শহরে আইটি সেক্টরে কর্মরত শোয়েবা ইসলাম নীলা।তিনি প্রশ্নোত্তরে পর্বে জাপানে উচ্চ শিক্ষা ও ক্যারিয়ারের নানা দিক তুলে ধরেন।সূর্যোদয়ের দেশ জাপান পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বাংলাদেশ থেকে অনেকেই জাপান যেতে চাই যাওয়ার আগে অবশ্যই আপনাকে জাপানি ভাষা জানতে হবে।বিদেশিদের মধ্যে যাঁরা কাজ বা লেখাপড়ার সূত্রে জাপানে থাকার পরিকল্পনা করেন, তাঁদের জন্য জাপানি ভাষা শেখা অনেকটা বাধ্যতামূলক। বর্তমান বিশ্বায়নের এ যুগে যদিও জাপানিদের মধ্যে ইংরেজিতে দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারপরও একজন বিদেশি হিসেবে জাপানে বসবাসকালীন স্থানীয় ভাষার ওপর দক্ষতা থাকলে বা অর্জন করতে পারলে তা দৈনন্দিন জীবনকে যেমন সহজ করে, তেমনি এ দেশের সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতিসহ প্রয়োজনীয় বিষয়ে সম্যক জ্ঞান অর্জন সহজ হয়।জাপানের দৈনন্দিন জীবন, শিক্ষাব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা অন্য যেকোনো দেশের সঙ্গে অতুলনীয়।জাপানি ভাষা জানা থাকলে জাপানে আসার পর জাপানি সমাজে আরও কার্যকরভাবে মিশতে পারেন। জাপানি ভাষার দক্ষতা স্থানীয়দের সঙ্গে আরও ভালো যোগাযোগ, অর্থপূর্ণ সংযোগ ও বন্ধুত্ব গড়াকে উৎসাহিত করে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলা ভিশন টেলিভিশন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক হাসান আলী, কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. গোলাম মাওলা ও দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক সামরুজ্জামান (সামুন)’সহ আরো অনেকেই।উক্ত ফ্রি সেমিনার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, আকুয়া জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের কুষ্টিয়া শাখার শিক্ষক আকাশ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com