কুমারখালীতে বিনামূল্যে চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের দুইদিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর মাধ্যমিক বিদ্যালয়ে এই চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‘মানব সেবায় আমরা’ সংগঠনের সভাপতি টিপু সুলতান খাঁনের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

‘মানব সেবায় আমরা’ সংগঠনের সাধারণ সম্পাদক অব্দুল বারী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শামীম রেজা, জুঙ্গুলী কৃষি সমবায় সমিতির সভাপতি ও সমাজ সেবক মো: ইলিয়াস খান, সুচন্দন সরকার, শফিউদ্দিন মোল্লা, ফরহাদ হুসাইন, শিশির আহমেদ, ডা. তরুণ হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।